[email protected] বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২ মাঘ ১৪৩২

ইরানে টানা ১৩২ ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ


প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৯

সংগৃহিত ছবি

ইরানে কর্তৃপক্ষের জারি করা দেশব্যাপী ইন্টারনেট বন্ধের সময়সীমা টানা ১৩২ ঘণ্টা ছাড়িয়েছে। বুধবার এক পর্যবেক্ষক সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

খবরে বলা হয়েছে, চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে পরিচালিত অভিযানের প্রকৃত চিত্র আড়াল করতেই এই ইন্টারনেট শাটডাউন করা হয়েছে বলে আশঙ্কা করছেন মানবাধিকারকর্মীরা।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, “পরিমাপক তথ্য অনুযায়ী নতুন একটি দিন শুরু হলেও ইরান এখনো অনলাইনের বাইরে রয়েছে। পুরো দেশজুড়ে বিরাজ করছে ডিজিটাল অন্ধকার।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর