[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন ৫৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ০০:৪০

সংগৃহিত ছবি

লেবাননের যুদ্ধাঞ্চল থেকে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে দেশে ফিরে এসেছেন তারা ।

লেবাননের যুদ্ধাঞ্চল থেকে প্রথম দফায় দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৈরুত থেকে জেদ্দা হয়ে দেশে ফিরে এসেছেন তারা ।

জানা গেছে, ২৬ জন পুরুষ, ২০ জন নারী, ছয় শিশু এবং দুই নবজাতকসহ মোট ৫৪ জনের দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এবং তাদেরকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ইতিপূর্বে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন শুরু করেছে। বৈরুত থেকে বহির্গামী ফ্লাইটে পর্যাপ্ত আসন না পাওয়ায় প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।

লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে একলাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে এর মধ্যে প্রায় ১৮ শ' জন নিজ দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। যার মধ্যে প্রায় ১৬০ জনের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আইনি নথিপত্র রয়েছে।

লেবাননে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। এর আগে, লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর