শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এদিকে কিয়োদো নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সুবাতা শহরে ৭০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটে নোটো উপদ্বীপ থেকে ৭ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
জাপানের ক্যাবিনেট অফিস সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্প জাপানের উপকূলে সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে এ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: