[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

পশ্চিম তীরের তুলকারেম শহরের উত্তরে নূর শাসম ক্যাম্পে দখলদারদের বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে।

ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪, ১৬:২৬

সংগৃহিত ছবি

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী ও বসতিকারীদের হামলায় অন্তত ৫৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ১৫ ইসরাইলি নিহত হয়েছে। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

পশ্চিমতীরে ইসরাইলের বিমান হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।

ইসরাইল নূর শামস ক্যাম্পে এ হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরাইলি অভিযান ও ইহুদি বসতিকারীদের হামলার কারণে ক্যাম্পটিতে সসিংহতা এতটাই বেড়েছে যে- যা গত দশকেও এমনটা দেখা যায়নি।


ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের তুলকারেম শহরের উত্তরে নূর শাসম ক্যাম্পে দখলদারদের বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, তাদের একটি বিমান নূর শামস এলাকায় সন্ত্রাসী সেল লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী ও বসতিকারীদের হামলায় অন্তত ৫৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ১৫ ইসরাইলি নিহত হয়েছে।


উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরাইলের দেয়া তথ্য অনুযায়ী, এই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের প্রতিশোধমূলক পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর