[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

চাঁপাই ট্রমা সেন্টার এন্ড হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪০
আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৮:০১

ছবিঃ চাঁপাই ট্রমা সেন্টার এন্ড হাসপাতালের লোগো

চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চাঁপাই ট্রমা সেন্টার এন্ড হাসপাতাল-এ একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল অফিসার, ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, হিসাবরক্ষক, মার্কেটিং অফিসার, রিসেপশনিস্ট, আইটি অফিসার, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি ও রেডিওলজি), ল্যাব সহকারী, অ্যাম্বুলেন্স সহকারী, ফার্মেসি সেলসম্যান, ওয়ার্ড সহকারী, নিরাপত্তা প্রহরী, আয়া, ক্লিনার ও সুইপারসহ মোট ২১টি পদে নিয়োগ দেওয়া হবে।

প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে অভিজ্ঞতা বাধ্যতামূলক হলেও কয়েকটি পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন নেই।

চাঁপাই ট্রমা সেন্টার এন্ড হাসপাতালের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিবিএস, স্নাতক, এইচএসসি, এসএসসি ও অষ্টম শ্রেণি পাসসহ বিভিন্ন মানদণ্ড উল্লেখ করা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে চাঁপাই ট্রমা সেন্টার এন্ড হাসপাতাল, শিবতলা (হাসপাতাল রোড), চাঁপাইনবাবগঞ্জ ঠিকানায় সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর