[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ১০:০৩

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে দেশজুড়ে তৎপর অসাধু চক্র। আজ ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষাকে পুঁজি করে প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ ও নথিপত্র হাতিয়ে নেওয়া একটি শক্তিশালী প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি ও বোয়ালিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহীর উপশহর সৃষ্টি সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো:

১) মো: আল মামুন (৪২), পিতা: মো: শুকুর উদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ২) মো: মাহবুব আলম (৪৬), পিতা: মো: আব্দুস সাত্তার, সাং: নোনাভিটা, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী ৩) মোছা: আনজুয়ারা খাতুন (২৫), পিতা: মো: আলাউদ্দিন, সাং: মাকলাহাট, থানা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ ৪) মো: জুলফিকার আলী (৪০), পিতা: মো: আকবর আলী, সাং: চক সুখদা, থানা: নওগাঁ সদর, জেলা: নওগাঁ ৫) মো: নয়ন আলী (২৭), পিতা: ওমর আলী, সাং: হাট কালুপাড়া, থানা: আত্রাই, জেলা: নওগাঁ ৬) রায়হান কবির (৩০), পিতা: সাইফুল ইসলাম, সাং: দাওই, থানা: মান্দা, জেলা: নওগাঁ (বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন)।

পুলিশ জানায়, চক্রের সদস্যরা নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করত। তারা গ্যারান্টি হিসেবে প্রার্থীদের কাছ থেকে: স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, মূল এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি হাতিয়ে নিত।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় বোয়ালিয়া থানায় দণ্ডবিধির ১৭০/৪০৬/৪২০ ধারায় মামলা (নং ১২, তারিখ: ৯/১/২০২৬) রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও অজ্ঞাতনামা সদস্য জড়িত রয়েছে যাদের শনাক্তের চেষ্টা চলছে। আজ গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে ।

সরকারি নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের অবৈধ লেনদেন বা প্রশ্নপত্র পাওয়ার গুজবে কান না দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর