ভারতের লোকসভায় পাশ হওয়া মুসলিম বিরোধী ওয়াকফ বিলের প্রতিবাদে আজ রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক তাৎক্ষণিক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের আহ্বানে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, নতুন এ বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তির উপর সরাসরি হস্তক্ষেপের শামিল এবং এটি মুসলিম বিরোধী পদক্ষেপ।
এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে সকল সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: