[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় গ্রেফতার

তুরিন আফরোজকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১৪:২০

ছবিঃ সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ/ ফাইল ছবি

মঙ্গলবার (৮ এপ্রিল) উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরিন আফরোজের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। দুপুর ১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির সময় তুরিন আফরোজকে এজলাসে উপস্থিত করা হবে। 

উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান খান রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানার অধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার এজাহারনামায় ৩০ নম্বর আসামি হিসেবে তুরিন আফরোজের নাম উল্লেখ রয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর