ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। মামলায় ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলকেও আসামি করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার।
মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মুসলিম এবং তাদের জন্য ধর্ম ও ধর্মীয় রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। ইসলাম ধর্মে বিশ্বাস অনুযায়ী ‘আল্লাহ নিরাকার’ এবং রোজা রাখা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেবদেবীর আকৃতি প্রদান করে তাঁদের পূজা করেন। তাই রোজাকে পূজার সঙ্গে তুলনা করা মুসলিম সমাজে বিভ্রান্তি, উদ্বেগ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, শিশির মনির ‘ডিএসএন’ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে ইচ্ছাকৃতভাবে ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করেন। পরে এ বক্তব্য সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সাইবার প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার পাশাপাশি সাম্প্রদায়িক উদ্বেগও তৈরি করে।
বাদীর দাবি, আসামিরা দণ্ডবিধির ২৯৮ ও ৩৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন—যেখানে ২৯৮ ধারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধ এবং ৩৪ ধারা যৌথভাবে অপরাধ সংঘটনের দায় নির্ধারণ করে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: