[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

দুর্নীতির সব মামলাতেই পদক্ষেপ নেব: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৪, ০০:০৪

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন; ফাইল ছবি

দেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দুর্নীতির সকল মামলাতেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন

দেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দুর্নীতির সকল মামলাতেই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজ রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দুর্নীতির মামলা নিষ্পত্তি হতে হাইকোর্টে দীর্ঘ সময় লাগে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুদক স্বাধীনভাবে কাজ করে। হাইকোর্টে দুদকই মামলা পরিচালনা করে। আমাকে ডাকলে আমি যাই। রাষ্ট্রের পক্ষ থেকে সবকিছুই আমরা করব। দুর্নীতির মামলা প্রথমে বিচারিক আদালতে শুনানি হয়। এটা মুখের সাক্ষী দিয়ে হয়, কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয়। এ কারণে কাগজপত্র নিয়ে মামলা করতে সময় লাগে। দুর্নীতির মামলা তদন্ত প্রক্রিয়াটা সময়সাপেক্ষ ব্যাপার।’

দুর্নীতির মামলায় দুদক ব্যবস্থা নেওয়ার আগেই অনেকে দেশ ছাড়ছে—এ বিষয়ে দৃষ্ট আকর্ষণ করলে তিনি বলেন, ‘আপিল বিভাগ একটি মামলায় রায় দিয়েছেন। দুদক কারও বিষয়ে মনে করলে বিদেশযাত্রা আটকে দিতে পারবেন। তবে তিন দিনের মধ্যে দায়রা আদালত থেকে আদেশ আনতে হবে।’

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নিয়ে নতুন আইন করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি মনে করি সরকারি প্রত্যকেরই হিসাব নেওয়া উচিত। সরকারের যেই পর্যায়েই কাজ করেন না কেন। স্বচ্ছতার জন্য বছর বছর হিসাব দেওয়াটা নিজের জন্য সুবিধা।’

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর