রাজধানী ঢাকার হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জুমআর নামাজের পর আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ৭ তলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরোও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ইতিমধ্যে কাজ করছে। আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে।
তবে এই আগুনের সুত্রপাত কিভাবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: