[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ভোটার হালনাগাদ: আকস্মিক কার্যক্রম পরিদর্শনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১

ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের জন্য নিবন্ধন কেন্দ্র আকস্মকি পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিনের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এনআইডি মহাপরিচালকের নেতৃত্বে গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির কর্মপরিধিও নির্ধারণ করে দিয়েছে ইসি। সেগুলো হলো:

(ক) হালনাগাদ কার্যক্রমে রেজিস্ট্রেশন অফিসারের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা।

(খ) নিবন্ধন কার্যক্রমে ব্যবহৃত যন্ত্রপাতির ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

(গ) রেজিস্ট্রেশন কেন্দ্রে এসে ছবি তুলতে বা এ সংক্রান্ত কর্যক্রম গ্রহণে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তা সুরাহা করা।

(ঘ) নিবন্ধন কেন্দ্রে যন্ত্রপাতি ও প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকি করা।

(ঙ) যন্ত্রপাতি ব্যবহারে অপারেটররা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তা তদারকি করা।

(চ) নিবন্ধনযোগ্য ব্যক্তিদের উপস্থিতির জন্য উদ্বুদ্ধকরণ ও প্রচার কাজে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রচারণামূলক কার্যক্রম তদারকি করা।

(ছ) নিবন্ধন কার্যক্রম সরেজমিনে আকস্মিক পরিদর্শন করা।

(জ) হালনাগাদকরণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা এবং মূল্যায়ন প্রতিবেদন সময়ে সময়ে সিনিয়র সচিব ও নির্বাচন কমিশনকে অবহিত করা।

(ঝ) নির্বাচন কমিশন কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত এ সংক্রান্ত বিশেষ নির্দেশাবলি যথাযথভাবে প্রতিপালন করা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর