বিএনপি চাচ্ছে এখনি আগামী সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ। এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি সুনির্দিষ্ট তারিখ চাচ্ছে। আমরা বলে দিয়েছি, এ বছরের ডিসেম্বরের মধ্যে যদি দলগুলো মনে করে কম সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে সেটা ডিসেম্বরের মধ্যেই হবে।
আর যদি রাজনৈতিক দলগুলো চায় যে আরও কিছু সংস্কার হওয়ার পর নির্বাচন হোক, তাহলে আরও তিন মাস দেরি হতে পারে। কিন্তু এপ্রিলের পর থেকে কালবৈশাখীর মৌসুম শুরু হয়। বৃষ্টির মৌসুম শুরু হয়ে যায়। এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত নয়।’
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হওয়ার কথা, সেটা কবে নাগাদ শুরু হবে— এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘আশা করছি, খুব শিগগিরই এটা শুরু হবে।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: