[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নতুন দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দেবে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৫, ২২:১৬

ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আগামীকাল সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। বিকেলে এসংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রীপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আখতার আহমেদ।

সম্প্রতি এনআইডি কার্যক্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেয়ার জন্য আলোচনা চলছে। এ উদ্যোগের বিরোধীতা করে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছে।

সরকারের কাছে পাঠানো চিঠিতে, এনআইডি কার্যক্রম স্থানান্তর করলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে, ভোটার তালিকা প্রস্তাত ও নির্বাচন আয়োজনে নানা সমস্যার মুখোমুখি হবে নির্বাচন কমিশন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর