alokitogour@gmail.com শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

সরকারি তিন দপ্তরের শীর্ষ পদে রদবদল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ২৩:০৫

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি তিন দপ্তরে শীর্ষ কর্মকর্তা পদে রদবদল করেছে সরকার।

এ সংক্রান্ত আদেশ সম্পর্কিত পৃথক পৃথক প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার নিয়োগ দিয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন পরিবহন কমিশনার নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর