[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, নতুন কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১৩:৫৮

সংগৃহিত ছবি

রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। বামপন্থী সংগঠনগুলোর মিছিল প্রত্যাহারের প্রেক্ষাপটে তারা এ সিদ্ধান্ত নেয়।

পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে আগামী ২৫ এপ্রিল ‘শহীদী সমাবেশ’ করার ঘোষণা দেয় সংগঠনটি। এদিন জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানানো হয়। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী সমাবেশে বলেন, “২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ‘শহীদী সমাবেশ’ হবে। এতে জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যায় নিহতদের পরিবারবর্গ উপস্থিত থাকবেন।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “লাকী আক্তার ও তার সহযোগীরা যদি অন্যত্র অবস্থান নিতে চায়, আমরা ছাত্র-জনতার সঙ্গে তাদের প্রতিরোধ করব।” 

হাদী আরও অভিযোগ করেন, “শাহবাগে ফ্যাসিবাদী শক্তি উত্থানে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। জাতিসংঘের মহাসচিবের সামনে বাংলাদেশকে অস্থির প্রমাণে শাহবাগীরা কাজ করছে। আমাদের উপস্থিতিই তাদের পরিকল্পনা ব্যাহত করেছে।” 

তিনি দাবি করেন, “শহীদ মিনারে বাম সংগঠনগুলোর মিছিল ১০ মিনিটের মধ্যে পিছু হটেছে। তাই আমরা সেখানে যাইনি। ভবিষ্যতেও কোনো গোষ্ঠীকে শাহবাগের মতো অবস্থান গড়তে দেওয়া হবে না।” 

ইনকিলাব মঞ্চের দুটি প্রধান দাবি হলো: 
১. ২০১১ সালের জুলাই মাসে সড়ক দুর্ঘটনাবিরোধী আন্দোলন, ২০০৯ সালের পিলখানা সেনানিবাস হত্যাকাণ্ড ও ২০১৩ সালের শাপলা চত্বরের সংঘর্ষে নিহতদের হত্যার বিচার। 
২. গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। 

সংগঠনটি জানিয়েছে, ২৫ এপ্রিলের সমাবেশের পূর্বে কোনো প্রতিপক্ষীয় অবস্থান তৈরি হলে তা মোকাবিলা করতে তারা প্রস্তুত।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর