বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে বিমসটেক সামিটের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনিয়া অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে পাওয়া তথ্যানুযায়ী, দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বাংলাদেশ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধারের প্রচেষ্টায় শ্রীলঙ্কার সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টা। জবাবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, তাদের সংসদ ইতিমধ্যে পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত করতে একটি নতুন আইন অনুমোদন করেছে।
এছাড়া, বৈঠকে দুই নেতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং শ্রীলঙ্কার জুলাই বিপ্লবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে জনগণের পারস্পরিক যোগাযোগের গুরুত্ব নিয়েও মতবিনিময় করেন।
প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনাও তুলে ধরেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: