ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটির পর আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে আবারও খুলছে সরকারি অফিস, আদালত ও ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আমেজ কাটিয়ে পুরোদমে কার্যক্রমে ফিরতে প্রস্তুত দেশের সরকারি ও বেসরকারি খাত।
রবিবার অফিস খোলার খবরে আজ শনিবার (৫ এপ্রিল) থেকেই রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে। কর্মস্থলে ফিরতে ছুটে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে কমলাপুর রেলস্টেশন, গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে।
প্রসঙ্গত, ২৮ মার্চ ছিল শবে কদরের ছুটি। এরপর ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদের মূল ছুটি, যা ছিল টানা পাঁচ দিন—২৯, ৩০, ৩১ মার্চ ও ১ ও ২ এপ্রিল পর্যন্ত। মাঝে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এরপর ৪ ও ৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট নয় দিনের বিশ্রাম পেয়েছেন চাকরিজীবীরা।
রোজা উপলক্ষে অফিস সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে আগামীকাল থেকে পূর্বের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিসের সময়সূচি।
দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষদের আবারও কর্মস্থলে ফিরে নিয়মিত জীবনে ফেরার প্রস্তুতি চলছে পুরোদমে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: