যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত ইস্যু নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি ও এর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এ বৈঠকে।
বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, সরকারের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিশেষজ্ঞ মহল ধারণা করছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু বাণিজ্যিক সিদ্ধান্ত বা শুল্ক নীতির পরিবর্তন বাংলাদেশের রপ্তানিনির্ভর খাতের ওপর প্রভাব ফেলতে পারে, এবং এ কারণেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: