[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে: সিইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ১৩:৫৪

সংগৃহিত ছবি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় এনআইডি, সীমানা পুনঃনির্ধারণ এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সিইসি বলেন, "নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে। আপনারা অসাধ্য সাধন করেছেন। অল্প সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ শেষ করেছেন।"

শুভেচ্ছা বিনিময়ের সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রশংসা করেন সিইসি এবং জানান, প্রতিটি পদক্ষেপ সরকারকে অবহিত করা হচ্ছে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে এবং তা শেষ হবে ১১ এপ্রিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর