আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে দুটি চিঠি পাঠানো হবে যুক্তরাষ্ট্রে। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তকে ঘিরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, একটি চিঠি পাঠানো হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং আরেকটি চিঠি অর্থ উপদেষ্টার পক্ষ থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR)-এর কাছে। চিঠিগুলিতে সরকারের বর্তমান সিদ্ধান্তগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব থাকবে।
শফিকুল আলম আরও বলেন, “চিঠিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে সময় বাড়ানোর আহ্বান জানানো হবে। পাশাপাশি, কীভাবে দুই দেশের মধ্যে ব্যবসা বাড়ানো যায়, সে বিষয়েও প্রস্তাব থাকবে।”
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, সয়াবিন বীজ, লোহা ও তুলাসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানো হবে। পাশাপাশি পোশাকের বাইরেও অন্যান্য পণ্য রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: