ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২২টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পরিকল্পনার বেশিরভাগই আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে কমিশন।
সোমবার (৭ এপ্রিল) ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচনকে কেন্দ্র করে অংশীজনদের সঙ্গে সংলাপ, নির্বাচনী আইন ও বিধিমালার সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে ইসি।
কমিশনের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে:
নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন
ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র স্থাপন
রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন
নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ ও প্রস্তুতকরণ
প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম
ডিজিটাল মনিটরিং ও আইসিটি সহায়তা
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম
নির্বাচনের তফসিল ঘোষণা
কমিশনের এক কর্মকর্তা জানান, ডিসেম্বর মাসকে সামনে রেখেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। যথাসময়ে তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনায় অটল রয়েছে কমিশন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবেচনায় না নিয়ে বাস্তবতাকে সামনে রেখেই নিরপেক্ষভাবে কাজ করছে ইসি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: