বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিপাইন।
সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সমর্থনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. ক্যাংলেট।
রাষ্ট্রদূত ক্যাংলেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও ফিলিপাইনবাসীর পক্ষ থেকে এই সমর্থনের বার্তা পৌঁছে দেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষত বাণিজ্য, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
এছাড়াও, বিভিন্ন খাতে যৌথ উদ্যোগে কাজ করার লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও গুরুত্ব সহকারে আলোচনা হয়।
উভয় পক্ষ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: