[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজায় হামলার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভে যোগ দেবেন ড. মিজানুর রহমান আজহারি

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১৪:০০

ছবিঃ বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা ড. মিজানুর রহমান আজহারি

গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকায় "মার্চ ফর গাজা" বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা ড. মিজানুর রহমান আজহারি। সোমবার (০৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

"মার্চ ফর গাজা" শিরোনামে এই সমাবেশের আয়োজন করেছে "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ"। বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে ড. মিজানুর রহমান আজহারি বলেন, ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণ জমায়াতের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহু তায়ালা আমি নিজে সশরীরে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো।

সবাইকে উল্লেখ করে তিনি বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে গাজা বাসীদের সমর্থনে দল-মত, জাতি-বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এ প্রটেস্টে অংশ গ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর