[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা, কোচিং সেন্টার বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১৫:০২

ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এ সময় সারাদেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। তিনি জানান, “পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে।”

প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “পরীক্ষাকেন্দ্রের সামনে ভিড় না করে শিক্ষার্থীদের নিরুত্তাপ পরিবেশে পরীক্ষা দিতে সহযোগিতা করুন।”

এদিকে, পরীক্ষাকে ঘিরে গুজব ছড়ানোর আশঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের গুজবের পর থেকে একটি চক্র বিভিন্নভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। এই চক্র এসএসসি পরীক্ষাকে ঘিরেও প্রশ্নফাঁসের মতো গুজব ছড়াতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, “সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পরীক্ষার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের গুজব যেন ছড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর