[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

অর্থনীতিতে অনন্য অবদান রাখায় কিহাক সাং-কে নাগরিকত্ব দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫, ১৫:৪২

অর্থনীতিতে অনন্য অবদান রাখায় কিহাক সাং-কে নাগরিকত্ব দিল বাংলাদেশ

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অগ্রদূত এবং ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

 

আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫'-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিহাক সাং-কে এই সম্মাননাপত্র প্রদান করেন।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসা কিহাক সাং-সহ পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবারের সম্মেলনে সম্মানিত করা হয়। তবে শুধু কিহাক সাংকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

সামিটে কিহাক সাং বলেন, সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত এবং কৃতজ্ঞ।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর