ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় বেশ কিছু এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে।
তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষ এ ধরনের প্রাকৃতিক কম্পন নিয়ে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী না হলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: