[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

গাজায় হামলার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, হাজারো মানুষের ঢল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১২:৩৫

সংগৃহিত ছবি

গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে রাজধানী ঢাকায় পালিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সকালে থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, পেশাজীবী ও মানবাধিকারকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড এবং স্লোগান সম্বলিত ব্যানার।

রাজধানীর নাখাল পাড়া থেকে অংশ নিতে আসা ইব্রাহিম বলেন, “আমরা যাচ্ছি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। হয়ত বড় কিছু করতে পারব না, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করছি। শুধু গাজাবাসীর জন্য যাচ্ছি।”

স্কুল শিক্ষার্থী রিয়াজুল জানায়, “লক্ষ্য হলো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা—গাজায় যে হত্যাকাণ্ড চলছে, তা যেন উপেক্ষিত না হয়।”

প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। সংগঠকেরা জানান, এটি শুধুমাত্র একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং মানবতার প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর