গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে উদ্যান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
কর্মসূচির মঞ্চে উপস্থিত থেকে গাজার প্রতি সংহতি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিসি), হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন মূলধারার রাজনৈতিক ও ইসলামী দলের নেতারা।
বিএনপির সালাহউদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রেজাউল করিম
অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এরপর উপস্থিত জনতাকে স্লোগান ও বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত করেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ (চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন) ও ড. মিজানুর রহমান আজহারি।
বিকেল পৌনে ৪টা থেকে ৪টা পর্যন্ত চলে সম্মিলিত মোনাজাত, যা পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
কর্মসূচির শেষদিকে ‘মার্চ ফর গাজা’ এর ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: