[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বিচারক সংকট ও অবকাঠামোগত দুর্বলতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: ড. আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৭:৫০

সংগৃহিত ছবি

দেশের বিচারব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিদ্যমান বিচারক সংকট এবং আদালতের অবকাঠামোগত দুর্বলতা—এই দুটি বড় সমস্যার বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের সম্প্রসারণ প্রকল্পের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‘সমস্যা সমাধান অন্তর্বর্তী সময়েই নিশ্চিত করা হবে’ ড. আসিফ নজরুল বলেন, “প্রতিটি জেলাতেই বিচারক ও এজলাস সংকট রয়েছে। আমরা চাই, এই অন্তর্বর্তী সময়ের মধ্যেই এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করতে। জনগণ যেন সঠিক সময়ে ন্যায়বিচার পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, বিচারব্যবস্থার আধুনিকায়ন ও বিকেন্দ্রীকরণের প্রতি সরকার অগ্রাধিকার দিচ্ছে, এবং জেলা পর্যায়ের বিচারিক কাঠামো ও মানবসম্পদের ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শন শেষে জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন আইন উপদেষ্টা। সেখানে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর