[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বুধবার কোনো কর্মসূচি না দিয়েই আজকের মতো শেষ হলো কোটা আন্দোলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২৩:১৯

ছবি: সংগৃহিত

পবিত্র আশুরার কারণে বুধবার (১৭ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে না বলে জানা গেছে।


আজ মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে এমন ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও এখনো সংঘর্ষ চলছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রংপুরে ১ জন চট্টগ্রামে ৩ জন, এবং ঢাকায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর