সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা তার বই বয়কটের ডাক দেয়।
বুকস অফ বেঙ্গল এর পর এবার দেশের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক বইয়ের দোকান রকমারি.কম -এ শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের বই দেখা যাচ্ছে না।
সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা তার বই বয়কটের ডাক দেওয়ার পর গতকাল বুকস অফ বেঙ্গল তার কোন বই বিক্রি না করার ঘোষণা দেয়। এরপর আজ বুধবার রকমারিতে জাফর ইকবালের বই নট অ্যাভেইলেবল দেখা যায়।
রকমারি কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের সাইট থেকে উনার বই নট অ্যাভেইলেবল করে দেয়া হয়েছে।’
সাথে সাথে প্রগতি বইঘরও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে। এর আগে, এই একই ইস্যুতে ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্লাটফর্ম ‘বুকস অব বেঙ্গল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭৭ হাজার অনুসারী রয়েছে তাদের।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: