[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর নামে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:১৩

সংগৃহিত ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির ক্ষমতাবলে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের আলোকে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দাবলি বাদ দিয়ে ‘বাংলাদেশ’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।

এর আগে, গত ১৩ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সেই অনুযায়ী নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণা খাতের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নামের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির পরিচিতি আরও বিস্তৃত হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গ্রহণযোগ্যতা বাড়বে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর