[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১৫:১০

ছবিঃ নিহত পুলিশ সদস্যের ছবি/সংগৃহিত

চুয়াডাঙ্গার দর্শনা থানার জয়নগর পুলিশ চেকপোস্টে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম শামীম হোসেন (৩০), যিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার জুটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও হোসেন আলীর পুত্র।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন ব্যারাকের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সহকর্মীরা জানান, শামীম সকালে ডিউটিতে অনুপস্থিত থাকায় তারা তাকে খুঁজতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।  

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাটি নিশ্চিত করে জানান, শামীম ইমিগ্রেশন পুলিশের সদস্য ছিলেন এবং তাকে আত্মঘাতী অবস্থায় পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করবেন বলে জানিয়েছেন।  

ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সূত্র ধরে তদন্ত  করছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর