টাঙ্গাইলের মধুপুরে এক মা নিজের ৪ মাস বয়সী শিশু সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল ফোন, নাকের নথ ও নূপুর কেনার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মধুপুর পৌরসভার পুন্ডুরা সেওড়াতলা এলাকায়। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শিশুর পিতা রবিউল ইসলাম পুলিশকে বিষয়টি জানান। পুলিশের তাৎক্ষণিক অভিযানে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে মায়ের কোলেই ফিরিয়ে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, রবিউল ইসলাম ও লাবনী আক্তার লিজার প্রায় ২ বছর আগে বিয়ে হয়। দারিদ্র্য ও সংসারিক অশান্তির মধ্যে গত ৪ মাস আগে তাদের পুত্রসন্তান তামিম জন্ম নেয়।
লাবনী ঘটনা স্বীকার করে বলেন, "আমার মাথা ঠিক ছিল না। ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করি। পাওয়া ৪০ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন, নথ ও নূপুর কিনেছি। এটা আমার বড় ভুল।"
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বলেন, "শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।"
এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশু বিক্রির পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: