[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:০৭

সংগৃহিত ছবি

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত করতে আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের থাকা-খাওয়া ও কর্মপরিবেশের মান যাচাই করা। তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন অপরিহার্য।"

সরকারের পুলিশ সদস্যদের সুবিধার্থে একই বিভাগে দীর্ঘমেয়াদি পোস্টিংয়ের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান।

পুলিশ সদস্যদের বদলির পরও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যারা বদলির পর নির্দিষ্ট সময়ে দায়িত্বে যোগ দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া মাত্র শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, 'আপনারা যদি এমন কোনো তালিকা আমাদের সরবরাহ করেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।'"

গতকাল আওয়ামী লীগের একটি মিছিলের সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, "ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা তাদের সমর্থকরা যদি ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পুলিশ তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি পুলিশকে সকল পরিস্থিতিতে নিরপেক্ষ ও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর