[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

"বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে" এনএফআরইএল-কে প্রধান উপদেষ্টার আশ্বাস

মোঃ আব্দুল্লাহ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৬

প্রধান উপদেষ্টার সাথে এনএফআরইএল প্রতিনিধি দল/সংগৃহিত ছবি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন, ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ এর মধ্যে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের ইতিহাসে "সেরা নির্বাচন" হিসেবে বিবেচিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) সরকারি উপদেষ্টামণ্ডলীর প্রধানের অফিসিয়াল ফেসবুক পেইজ Chief of Adviser GOB-এ দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল) প্রতিনিধিদলকে এ আশ্বাস দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রার এক মাইলফলক হয়ে থাকবে।”

এএনএফআরইএল প্রতিনিধি দলে ছিলেন নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র প্রোগ্রামের পরামর্শদাতা মে বাটয়, ক্যাম্পেইন অ্যান্ড অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থরিন্দু আবেরথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে।

এএনএফআরইএল, এশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ ও গণতন্ত্র উন্নয়নে নিয়োজিত একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক, দুই দশক ধরে বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততার পক্ষে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বৈঠকে প্রতিনিধি দল বাংলাদেশে তাদের চলমান কার্যক্রম এবং নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে। তারা স্টেকহোল্ডার ম্যাপিং, নাগরিক সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করে।

এএনএফআরইএল প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশের স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর