প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রবিবার (২০ এপ্রিল) ঢাকার স্টেট গেস্ট হাউস যমুনায় বিদ্যুৎ, শক্তি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
নয়দিনব্যাপী ঈদ উৎসব চলাকালীন দেশব্যাপী সুশৃঙ্খল বিদ্যুৎ সরবরাহ এবং সড়ক ব্যবস্থাপনার জন্য তিনি কর্মকর্তাদের অভিনন্দন জানান।
অধ্যাপক ইউনূস বলেন, “এই ঈদ-উল-ফিতর সম্পর্কে এখন পর্যন্ত শুধু প্রশংসাই শুনেছি। এটি এখন একটি আদর্শ হয়ে উঠেছে, যা সারা বছর ধরে ধরে রাখার সময় এসেছে।”
বৈঠকে উপদেষ্টা ফৌজুল কবির খান জানান, বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয় করে একটি ইউনিট হিসেবে কাজ করেছে, যার ফলে নির্বিঘ্ন ঈদযাত্রা সম্ভব হয়েছে। তিনি উদাহরণস্বরূপ বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের দুরবস্থা দূর করতে পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ শহরে যাননি, বরং মাঠে থেকে সার্বিক তদারকি করেছেন। আসন্ন ঈদ-উল-আযহাতেও একই রকম সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগ সচিব ফারজানা মমতাজ, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: