[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়াল ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৯:০৭

সংগৃহিত ছবি

রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন ২০২৫ পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “আমরা রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছি। কমপক্ষে ৪৬টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য ৬৫টি দল আবেদন করেছে।
এছাড়া ৪৬টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে, যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আবেদনপত্রের তালিকা তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে মার্চ মাসে নির্বাচন কমিশন একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনের আবেদন আহ্বান করে, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আজ ২০ এপ্রিল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর