[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

চারদিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৯:৪২

ফাইল ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। তিনি সেখানে ‘আর্থনা সামিট–২০২৫’–এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানিয়েছেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান同行 করবেন।

এ সফরের একটি বিশেষ দিক হলো, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের চারজন নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

সরকারি মহলে এই সফরকে বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দেশের ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

 

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর