[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে স্বাগত জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৪, ১৭:২৯

ফাইল ছবি

অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর করার অপেক্ষায় রয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ।

ড. ইউনূসকে লেখা এক চিঠিতে তিনি এই শুছেচ্ছা জানান।

ডিক শুফ বলেছেন, ‘তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর করার অপেক্ষায় রয়েছেন।’

ডাচ প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানান।

তিনি বলেন, ‘আপনার সামনে থাকা গুরুত্বপূর্ণ কঠিন পরিবর্তনের কাজগুলো রয়েছে, সেগুলোর সাফল্য কামনা করছি।’

এর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাংলাদেশকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত করা।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সাথে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।’

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর