ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠানো নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “ভারত সারা জীবন আমার প্রতিবেশী থাকবে। সম্পর্ক যেমনই হোক, আমি ভারতকে ফেলতে পারব না, ভারতও আমাকে ফেলতে পারবে না।”
সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আম ও ইলিশ উপহার পাঠানো নিয়ে সমালোচনার জবাবে শফিকুল আলম বলেন, “আম তো আমরা আগেও পাঠিয়েছি, ইলিশও পাঠিয়েছি। এসব বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা বিনিময় অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এগুলো নতুন কিছু নয়।”
তিনি বলেন, “ভারত তো নতুন করে কোনো দেশ এনে আমাদের পাশে বসাতে পারবে না, আমরাও পারব না। আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা রাখাটা সবার জন্যই ভালো। এটি এমন নয় যে, আমরা এখন নতুন করে সফট হচ্ছি বা নতি স্বীকার করছি।”
তিস্তা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক সব সময়ই ছিল। আমাদের রাষ্ট্রদূত সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অথচ আপনারা জানেন, তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং এ বিষয়ে মূল প্রতিবন্ধকতা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকেই।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় কূটনীতির পাশাপাশি অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক বা শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েও অচলাবস্থা অগ্রগতির দিকে যেতে পারে। এজন্যই সৌজন্য চালু রাখা জরুরি।”
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বাংলাদেশ থেকে আম পাঠানোকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তৈরি হয়। বিরোধী রাজনৈতিক দলগুলো এ ঘটনাকে “বেইমানি” এবং “নতি স্বীকার” বলে আখ্যায়িত করলেও, সরকার পক্ষ একে ‘ঐতিহ্যবাহী কূটনৈতিক সৌজন্য’ হিসেবে দেখছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: