[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরাল ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১৩:৫০

সংগৃহিত ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর প্রতীক হিসেবে নৌকা নেই।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগসহ দলটির সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। একই দিনে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন স্থগিত করে।

নিবন্ধন স্থগিতের পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নির্বাচন কমিশনের কাছে দাবি তোলে প্রতীকের তালিকা থেকেও ‘নৌকা’ বাদ দেওয়ার। ইসি সেই সিদ্ধান্ত কার্যকর করে ওয়েবসাইট থেকে প্রতীকটি সরিয়ে নেয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর