[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

গণঅভ্যুত্থানে চোখ হারানো ১১ জনকে ওমরাহ করাবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫, ১৪:০৩

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থনে চোখ হারানো ১১ যোদ্ধাকে বেসরকারি সহযোগিতায় ওমরাহ হজ পালনের সুযোগ করে দিচ্ছে সরকার। তাদের সঙ্গে আরও ১১ জন সহযোগী থাকবেন। এ কার্যক্রমটি সমন্বয় করছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। অর্থায়ন করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং সিলেটের একজন রাজনীতিবিদ।

সূত্র জানায়, বেসরকারি উদ্যোগে ৫-৭ জন আহতকে ওমরাহ করানোর প্রস্তাব আসে সরকারের বিভিন্ন দপ্তরে। তবে কারা যাবেন, তা নির্ধারণে শুরুতে কিছু জটিলতা দেখা দেয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এই সংখ্যা নির্ধারণ করা তাদের পক্ষে সম্ভব নয়। তবে যেসব আহত ব্যক্তি একেবারেই দেখতে পান না এবং অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না—তাদের বাছাই করা সহজ। এভাবে ১১ জনকে চূড়ান্ত করা হয় এবং তাদের সহযোগীসহ মোট ২২ জনকে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এই ২২ জনের মধ্যে ১৮ জনের সম্পূর্ণ ব্যয় বহন করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাকি ৪ জনের খরচ বহন করবেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান জানান, আগামী শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সেখানেই পুরো কার্যক্রমের বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে ১১ জনের দুই চোখই সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তারা এখন অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে অক্ষম। এ ছাড়া আরও ২৮ জনের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, তারা এক হাজার ৭৪ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন। সরকারি হিসাবে, সারা দেশে প্রায় ১৪ হাজার মানুষ ওই ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর