[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৯:৪১

সংগৃহিত ছবি

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—এমনটি জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর হতে পারে না। আমরা অত্যন্ত সন্তুষ্ট।”

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “দেশে চলমান নৈরাজ্য ও অস্থিরতা নিরসনের সবচেয়ে কার্যকর পথ হলো নির্বাচন। আমরা বিশ্বাস করি, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটবে।”

উল্লেখ্য, জাতীয় সংলাপের অংশ হিসেবে আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে আলোচনা করেন। বৈঠকে অংশ নেয়া ১৪টি রাজনৈতিক দল ও জোট নিজেদের অবস্থান তুলে ধরেন এবং একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর