[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৫

ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ২৫টি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে শুধু উড়োজাহাজ নয়, তুলা, সয়াবিন ও গম আমদানির বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাণিজ্য সচিব বলেন, “বোয়িংয়ের ব্যবসা করে কোম্পানিটি নিজেই, যুক্তরাষ্ট্র সরকার নয়। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি। উদাহরণস্বরূপ, ভারত ১০০টি, ভিয়েতনাম ১০০টি ও ইন্দোনেশিয়া ৫০টি অর্ডার দিয়েছে।”

তিনি আরও বলেন, বোয়িং কোম্পানি তাদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ করবে এবং এতে কিছুটা সময় লাগবে। “হয়তো আমরা দু-এক বছরের মধ্যে কিছু উড়োজাহাজ হাতে পাবো,” বলেন সচিব।

তিনি জানান, শুরুতে অর্ডার ছিল ১৪টি, তবে নতুন করে ট্যারিফ ইস্যু সামনে আসায় সেটি বাড়িয়ে ২৫টিতে উন্নীত করা হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানো নিয়ে আলোচনার তৃতীয় দফায় অংশ নিতে সোমবার (২৮ জুলাই) একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফরে যাচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর