[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ২০:৩৮

সংগৃহিত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার (২৪ আগস্ট) প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শুরু হয় দুপুর আড়াইটার দিকে। এতে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল ৫টার দিকে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, “রোডম্যাপ নিয়ে রবিবার ব্রিফ করা হতে পারে।”

তিনি আরও জানান, বৈঠকের শুরুতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে অনেক বিষয় আলোচনার বাকি থাকায় আজই সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। পরে চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর