[email protected] রবিবার, ২৪ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫, ২২:৫৭

ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো ‘জুলাই সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া নিয়ে মতামত জমা দেওয়ার শেষ দিন ছিল আজ শুক্রবার। তবে সময়সীমা শেষ হলেও এখনো সাতটি রাজনৈতিক দল তাদের মতামত কমিশনে জমা দেয়নি।

কমিশনের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব দল এখনো মতামত দেয়নি তারা হলো— নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

অন্যদিকে ইতিমধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী, জেএসডি, এলডিপি, গণফোরাম, বাসদ, গণসংহতি আন্দোলন, জাকের পার্টি, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্টসহ অন্তত ২০টির বেশি রাজনৈতিক দল তাদের মতামত কমিশনে জমা দিয়েছে।

এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি এবং বৃহস্পতিবার জামায়াতে ইসলামী, জেএসডি, খেলাফত মজলিস ও মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি দল মতামত জমা দেয়।

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠায় এবং ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য আহ্বান জানায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর