[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৫:৫৪

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ (সংগৃহিত ছবি)

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনদের সঙ্গে সংলাপের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর নির্বাচন তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে।

জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমরা আগামী নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা ২৪ ভাগে ভাগ করেছি। প্রতিটি কাজ আরেকটির সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে অংশীজনদের সঙ্গে সংলাপ অন্যতম। রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব এবং নারী নেতৃত্বের প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, এবার তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর