ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নির্বাচন কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি তাহসিন আলী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থীর যোগ্যতা নিয়ে আদালতে রিট দায়ের হলে হাইকোর্ট এ সিদ্ধান্ত দেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: